শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পূর্বাহ্ন

ডিআরইউর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিআরইউর নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অনলাইন ডেস্ক:: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ চলছে। এর আগে ভোটের সকল প্রকার প্রস্তুতি চূড়ান্ত করেছে ডিআরইউয়ের নির্বাচন কমিশন।

জানা গেছে, নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।

এদিকে সকালে ব্যাপক উৎসাহ উদ্দিপনাময় পরিবেশের মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডিআরইউ প্রাঙ্গণ যেন সাংবাদিকদের এক মিলন মেলায় পরিনত হয়েছে।

ভোট শুরুর পর সকল প্রার্থী দাঁড়িয়ে ভোটারদের কাছে তাদের জন্য মূল্যবান ভোট চাওয়ার দৃশ্য চোখে পড়েছে। ডিআরইউর পুরো এলাকা জুড়েই যেন একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com