শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁও গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঃ
ভর্তির হার বৃদ্ধি, ঝড়ে পড়া রোধ, উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করা আর শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্র চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-১৮ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারী শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী এ স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দিয়ে নিজেদের মধ্যে থেকে তাদের প্রতিনিধি নির্বাচিত করে।

গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেনীর ছাত্রী আসমা আক্তার, নির্বাচন কমিশনার ৯ম শ্রেনীর ছাত্রি উর্মি কুন্ডু, ৮ম শ্রেনীর ছাত্র বিপ্লব চন্দ্র রায়। এছাড়াও প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪শত ২৫ জন ও প্রার্থী সংখ্যা মোট ৩০ জন। এদের মধ্যে থেকে ৪টি শ্রেনীতে মোট ৮ জন স্কুল কেবিনেট নির্বাচনে জয়ী হয়।

ঠাকুরগাঁও গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান ই হাবিব বলেন, শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন শেখাতে এই স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্বের পাশাপাশি শিক্ষকদের নানা কাজেও সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com