বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার ৮নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছে ফারহাদ ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে রফিক। ১৯ জানুয়ারী শুক্রবার রাতে শহরের মুন্সিপাড়া এম.পির মাঠ চত্বরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আ: লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা লীগের সভাপতি দ্রপদী দেবী আগরওয়ালা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা আ: লীগের সাবেক বাণিজ্য ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, ৮নং ওয়ার্ড পৌর যুবলীগের সভাপতি অভিজিৎ গুহ ঠাকুরতা উৎপল, পৌর যুবলীগের আহবায়ক আমির হোসেন, পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শুব্রত সরকার।