বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মূর্তি ভাঙচুর প্রতিবাদে হিন্দু মহাজোটের মানব বন্ধন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর মূর্তি ভাঙচুর, অশ্লিল ও কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনিস আলমগীরের অপসারন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখা।

২৬ জায়নুারী শুক্রবার সকাল ১১টায় শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলার সভাপতি অরুন রায়। উক্ত মানবন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি গৌরহরি বর্মন, সাধারন সম্পাদক অশ্বিনী কুমার বর্মন, যুব মহাজোট সভাপতি জয় মহন্ত অলক, সাধারন সম্পাদক অনির্বান চৌধুরী, ঠাকুরগাঁও জাতীয় পাটির্র যুগ্ম আহবাহক শ্যামল কুমার ঘোষ, মাইনোরিটি ওয়াচের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি প্রান্ত দাশ অনুপ, জয়ন্ত রায়, তাপস রায়, মধু রায়, জিতেন রায়, প্রদীপ রায়, প্রমূখ।

মানব বন্ধনে বক্তারা উল্লেখ করেন, বাংলাদেশে একটি মহল সাপ্রদায়িক উস্কানি দিয়ে সম্প্রীতির বন্ধন ছিন্ন করার পায়তারা করছে সেই সাথে দেশের সুনাম ক্ষুন্নের পাশাপাশি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বক্তারা আরো বলেন, গ্রেফতারকৃত খাদিমুল (২৮) ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। গত ২২ জানুয়ারী, ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় সরস্বতী পূজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। ঘটনা স্থলে খাদিমুল নামক এক দৃষ্কৃতিকারী হাতেনাতে ধরা পড়ে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ প্রশাসনের জেলা পুলিশ সুপার ফরহাদ আহমেদের নির্দেশে ভাঙ্গা প্রতিমাটি ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে চলে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com