মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ বছর কারাদন্ড দেয়ার প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে আবারো বাধাঁ দেয় পুলিশ।
শনিবার সাড়ে ১১টায় জেলা বিএনপির দলিয় কার্যালয়ের সামনে পুলিশের বাধাঁর মুখে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
বিএনপির নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশ বিএনপির নেতা কর্মীদের ঘিরে রাখে। পরে দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান লাবু জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নেসা প্যারিস, জেলা যুবদলের সভাপতি আবুনুর, সাধারণ সম্পাদক মাহাবুবু হোসেন তুহিন।
বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে রায় প্রত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুশিয়ারী দেন। জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় সকল কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানান তারা।