মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী হিমালয় মুক্ত স্কাউট দলের ডে-ক্যাম্প অনুষ্টিত হয়েছে। ২৬ জানুয়ারী শুক্রুবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলার হিমালয় মুক্ত স্কাউট দলের আয়োজনে ঠাকুরগাঁও পিটিআই স্কুল মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। হিমালয় মুক্ত স্কাউট দলের সভাপতি মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে এসময় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান সাবু, বাংলাদেশ স্কাউটের ট্রেইনার জালাল উদ্দিন, হিমালয় মুক্ত স্কাউট দলের সহ-সভাপতি শাহিন ফেরদৗস, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা বেবি, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, পিটিআই স্কুলের সুপারিনটেনডেন্ট সাবিনা আখতার, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাশ।
আলোচনা শেষে ক্যাম্পে অংশগ্রহনকারী ১৪০জন ছাত্র-ছাত্রীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।