শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃঃ
মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারী শক্রুবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির নিজেস্ব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূরন্নবি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান লাবু, জেলা মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার পেরিস, জেলা যুবদলের নেতা জাহিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর যুবদলের সভাপতি আহম্মদ উল্লাহ হক বাবু, সাধারণ সম্পাদক লিটন প্রমূখ। আলোচনা শেষে জিয়াউর রহমানের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।