শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁওয়ের রোড বাজারে কামাল আবাসিক হোটেল প্রাঙ্গনে কসমো কনজ্যুমার প্রোডাস্কস লিঃ এর পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ সাদেক কুরাইশী তার কক্তব্যে বলেন দেশের পন্য কিনে হউন ধন্য। ৪ ফেব্রুয়ারী রবিবার দুপুর ১টায় রোড বাজার কামাল আবাসিক হোটেলে পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কসমো কনজ্যুমার প্রোডাস্কস লিঃ এর চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হক ,নোমান এন্টার প্রাইজের সত্তাধিকারী জোনাকি ও রিকো মশার কয়েলের ঠাকুরগাঁও রোড বাজার এলাকার একমাত্র পরিবেশক আব্দুল মালেক কুরাইশী, মোঃ আব্দুল মজিদ সেল্স ম্যানেজার, মোঃ আব্দুল মমিন অডিট অফিসার,এনায়েত হোসেন জোনাল সেল্স ম্যানেজার, মাহাবুব রহিম টেরিটরি সেল্স ম্যানেজার ,তাইফুল ইসলাম রহিম টেরিটরি সেল্স অফিসার দিনাজপুর, মোঃ মমিনুল ইসলাম সেল্স অফিসার ঠাকুরগাঁও ,জাহিরুল ইসলাম সেল্স অফিসার পঞ্চগড়, ইউসুফ আলী সেল্স অফিসার রানীশংকৈল ,ইলিয়াস হোসেন পরিবেশক রানীশংকৈল অনুষ্ঠান শেষে চাহিদা পুরন করায় ব্যবসায়ীদের কনজ্যুমার প্রোডাস্কস লিঃ এর জোনাকি ও রিকো মশার কয়েলের চাহিদা পুরন করায় তাদেরকে ওয়ালটোন ফ্রিজ ৫ টি ও এল,ই,ডি টিভি ২৪ ইঞ্চি ৭টি সি,সি ক্যামেরা ২টি, ল্যাপটপ ১টি , উন্নত মানের বিদেশি কম্বল ৪৫ টি ,মিয়াকো ইনডেকশনান কুকার ৫টি ,এছারাও দুরন্ত বাই সাইকেল ৩টি পুরস্কার বিতরণ করেন।পুরুস্কার পেয়ে উল্লাশে মেতে উঠেন ব্যবসায়ীরা,বক্তব্যে তারা বলেন সকলেই কসমো কনজ্যুমার প্রোডাস্কস লিঃ এর জোনাকি ও রিকো মশার কয়েল জ্বালান ডেঙ্গু মশার হাত থেকে নিজেকে বাচান। জোনাকি ও রিকো মশার কয়েলর পন্য কিনে হও সকলেই ধন্য।