মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ‘শতাব্দীর সেরা থাপ্পড়’: মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্ক:: জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘শতাব্দীর সেরা থাপ্পড়’ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রোববার ফিলিস্তিনি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি ‘চূড়ান্ত সমঝোতা’য় পৌঁছার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার প্রতি ইঙ্গিত করে মাহমুদ আব্বাস বলেন, ‘ওই চুক্তি হচ্ছে- শতাব্দীর সেরা থাপ্পড় এবং আমরা এটি কখনই মেনে নেব না’।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ট্রাম্পকে বলে দিয়েছি- আমরা আপনার প্রকল্প মেনে নেব না’।

১৯৯০-এর দশকে স্বাক্ষরিত অসলো চুক্তি ‘ধ্বংস’ করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন আব্বাস। অসলো চুক্তির মাধ্যমে মার্কিন মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কথিত শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে বলে ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com