মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ত্রিদেশীয় সিরিজ শেষে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের এ সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও শুভাশিস রায়। আর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন অফ স্পিনার নাঈম হাসান।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক) তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন ও নাঈম হাসান।