বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা টেস্ট খেলার জন্য ১০০% ফিট আছেন বলে ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াং।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসক ও ফিজিওদের কর্মশালায় যোগ দিয়ে অস্ট্রেলিয়ান চিকিৎসক সাংবাদিকদের এসব কথা বলেন।
অস্ট্রেলিয়ান চিকিৎসক ডেভিড ইয়াং বলেন, নেতৃত্বের গুণাবলী ও মানসিক শক্তির কারণে মাশরাফির টেস্ট খেলার সামর্থ আছে।
মাশরাফি বিন মর্তুজা বলেন, তিনি বাংলাদেশ ক্রিকেটের আদৃশ্য একজন বন্ধু। আমাদের জাতীয় দলে অধিকাংশ ক্রিকেটার তার কাছ থেকে চিকিৎসা নিয়েছে। তার কাছে আমার চিকিৎসা ছিল অনেক কঠিন। কারণ তার কাছে আমার ৬ থেকে ৭ বার অপারেশন করা কয়েছে।
উল্লেখ্য, মাশরাফি ২০০১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ দিয়ে তিনি প্রথমবার জানান দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে।