রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ২৫

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ ২৫

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সঙ্গে প্রায় ২৫ জন শিশু নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই স্থানীয় একটি খ্রিস্টান সামার ক্যাম্পে অবস্থান করছিল।

কেন্দ্রীয় টেক্সাসের কের কাউন্টি অঞ্চলে এই ঘটনাটি ঘটে, যেখানে গুয়ার্দালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬-২৯ ফুট পর্যন্ত বেড়ে যায়। টানা ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই অঞ্চলে একদিনে প্রায় ৩৮১ মিলিমিটার (১৫ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

জানা গেছে, নিখোঁজদের মধ্যে অধিকাংশই ছিল কিশোরী মেয়ে, যারা একটি ধর্মীয় ক্যাম্পে গ্রীষ্মকালীন শিক্ষাক্রমে অংশ নিচ্ছিল। হঠাৎ করে বন্যা হানা দিলে তারা আশ্রয় নেওয়ার সময় পায়নি। বন্যার পানিতে অনেক তাঁবু ও কাঠের ঘর ভেসে যায়।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যব্যাপী জরুরি অবস্থা জারি করেছেন এবং সব রকমের উদ্ধার বাহিনীকে সক্রিয়ভাবে কাজে নামিয়েছেন। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে হেলিকপ্টার, ড্রোন, নৌকা ও জরুরি পরিষেবা কর্মীরা। এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিহতদের মধ্যে অন্তত ৫ জন হিউস্টন শহরের বাসিন্দা বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, এটা আমাদের জন্য একটি ভয়াবহ মানবিক সংকট। আমরা এখনও আশা করি, নিখোঁজ অনেকেই কোথাও আশ্রয় নিয়েছে এবং বেঁচে আছে।

প্রেস কনফারেন্সে গভর্নর অ্যাবট বলেন, এই মুহূর্তে আমরা জীবন রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com