সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বাস নদীতে পড়ে আহত ৩০, নিখোঁজ ২

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এছাড়া দুইজন নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ধনবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গোলাবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীতে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ অন্তত ৩০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কয়েকজনকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান এখনো চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com