সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: রকেট ত্রিদেশীয় সিরিজে বাঁচামরার ম্যাচে টস হেরে গেছেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। এতে জিতে লংকানদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।
আজ রবিবার দুপুর ১২টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি গড়াচ্ছে। সেখান থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি।
ফাইনালের আশা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই শ্রীলংকার। অবশ্য চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য ফাইনালে উঠার সমীকরণটা বেশ কঠিন। শেষ দুটি ম্যাচেই জিততে হবে তাদের। একই সঙ্গে হিসাব করতে হবে বোনাস পয়েন্টেরও।
ফাইনালে উঠতে এ ম্যাচে জিততে হবে জিম্বাবুয়েকেও। তবে হারলেও আরও একটি সুযোগ পাবে তারা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হবে ক্রেমার বাহিনী।