শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক:: রকেট ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর ১২টায়। সেখান থেকে সেটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও গাজী টিভি।
শোনা যাচ্ছিল, আকাশ কুয়াশামুক্ত থাকলে একজন বাড়তি পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অবশেষে তারই প্রতিফলন ঘটল। এ ম্যাচে দলে এসেছে একটি পরিবর্তন। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে একাদশে ঢুকেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
জিম্বাবুয়েকে উড়িয়ে দুরন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ব্যাট-বলের লড়াইয়ে নিজেদের মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল টাইগাররা। তবে উল্টো চিত্র শ্রীলংকার। নিজেদের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হারের স্বাদ পেয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল।
স্বাভাবিকভাবেই বাংলাদেশকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লংকানরা। কিন্তু এমন ম্যাচে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পাচ্ছে না তারা।তার পরিবর্তে নেতৃত্বের ভার পড়েছে দিনেশ চান্দিমালের কাঁধে। শূন্যস্থান পূরণে একাদশে ঢুকেছেন নিরোশান ডিকভেলা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা দল: উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, আকিলা ধনঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।