মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ ঝিনাইদহ বিসিক শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী রোববার সকালে ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন। এসময় শিল্পনগরীর উন্নয়নমূলক বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আকরাম হোসেনকে সভাপতি ও নাজিম উদ্দিন জুলিয়াসকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন-সহ-সভাপতি টিপু সুলতান, আহাম্মদ আলী বিশ্বাস, মাহমুদ শাম্স-উজ-জামান, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান মাসুদ, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন দুলাল, দপ্তর সম্পাদক শওকত আলী, ধর্ম, তথ্য ও প্রচার সম্পাদক মঞ্জিলুর রহমান, সদস্য আব্দুল জলিল, নজরুল ইসলাম, মামুন উর রশিদ, মানোয়ার হোসেন ও আহসান কবির মিল্টন। নব-গঠিন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন ঝিনাইদহের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।