মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি::
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন সুবিধা প্রদাণের দাবিতে ঝিনাইদহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীদের ২ দিন ব্যাপী কর্মবিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ১৫ জানুয়ারি সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেন তারা।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আছাদুজ্জামান চাঁন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান, জেলা শাখার অন্যমত নেতা ইদ্রিস আলী, সেলিম রেজা, অঞ্জলী রানী রায়, শাহিনুর ইসলাম, রাজিয়া সুলতানা, নাজিরুল ইসলাম, মিতা খাতুন, আসলাম হোসেন, নির্মল কুমার, আবু বক্কর, প্রকাশ ঘোষ শরাফত হোসেন ও নাজিরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের অন্য প্রতিষ্ঠানে চাকরিরতদের সুযোগ-সুবিধা বাড়লেও পৌর কর্মকর্তা- কর্মচারীদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। তাই তারা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সরকার যতক্ষণ পর্যন্ত তাদের এ দাবি পূরণ না করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।