শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহের কাঞ্চন নগর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
২৮ জানুয়ারি রোববার বিকেলে কাঞ্চন নগর স্কুল প্রাঙ্গণে এ বৃত্তি প্রদাণ করা হয়। এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়েশনের সভাপতি শাহীনূর আলম লিটনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ^াস। এছাড়াও এক্স-কাঞ্চননগরিয়ান এসোসিয়শেনের সহ-সভাপতি সালাউদ্দিন গাউস গোর্কি, অর্থ সম্পাদক মাজহারুল আনোয়ার সবুজ, ক্রীড়া সম্পাদক মোস্তফা মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক সাঈক আল যামি লিসন, সাহিত্য সম্পাদক আরেফিন অনু, সহ-সাহিত্য সম্পাদক কানিজ তন্বি ও নির্বাহী সদস্য রাহাদুজ্জামান। এ বছর ১২ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন মেধা বৃত্তি প্রদান করা হয়।