শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু

ঝিনাইদহ প্রতিনিধি::

“অশ্লীলতার বিরুদ্ধে নির্মল যাত্রা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ১৫ দিন ব্যাপী যাত্রা উৎসব শুরু হয়েছে।
১৭ জানুয়ারি বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ যাত্রাপালার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, অনিকেত যাত্রাশিল্পী সংসদের সভাপতি সরোয়ার জাহান বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা শিল্পকলা একাডেমী ও অনিকেত যাত্রাশিল্পী সংসদের আয়োজনে উদ্বোধনী দিনে কুষ্টিয়ার মহা মিলন নাট্যগোষ্টীর আয়োজনে পরিবেশিত হয় নাটক “প্রেয়সি আনারকলী”। আগামী ৩১ জানুয়ারী শেষ হবে এ উৎসবের। বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপালা। সুষ্ঠুধারার যাত্রাপালা আবারো ফিরিয়ে আনার প্রয়াসে এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। ১৫ দিন ব্যাপী এ উৎসবে ঝিনাইদহ ও কুষ্টিয়ার ১৫ টি যাত্রা অংশ নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com