শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

ঝিনাইদহে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহে ‘পরমানু শক্তির শান্তিপূর্ণ’ ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার দিনব্যাপী ডা: কে আহম্মদ পৌর কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজনে করে জেলা প্রশাসন এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর সহকারী কিউরেটর এস এম আবু হান্নান, মুল প্রবন্ধ উপস্থাপনা করেন রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা রায়হানুল হক। কুইজ প্রতিযোগিতার সমন্বকারী ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ। সেমিনার শেষে জেলার ৬ উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com