সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ৭ টি ককটেল।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসাবে জেলার ৬ টি উপজেলা থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৯ জনকে আটক করা হয় এবং উদ্ধার করা হয় ৭ টি ককটেল। এর মধ্যে সদর উপজেলাতে ২০, শৈলকুপায় ১৫, হরিনাকুন্ডুতে ৫, কালীগঞ্জে ৫, কোটচাদপুরে ৭ এবং মহেশপুরে ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামী। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে রোববার রাতে ঝিনাইদহ সদর থানার নাশকতার মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ মজিদকে যশোর বিমানবন্দর থেকে আটক করা হয়।