বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহে পুলিশের নাশকতা বিরোধী অভিযানে বিএনপি জামায়াত নেতাকর্মী সহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলাব্যাপী পুলিশের নাশকতা বিরোধী অভিযান চলমান রয়েছে। অভিযানের অংশ হিসাবে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ জামায়াত ও ১৬ বিএনপি নেতাকর্মী সহ ৫৩ জনকে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৬ টি ককটেল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।