শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ ঝিনাইদহে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন ঘটাতে ও সব ধরনের অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশের সাথে জনপ্রতিনিধিদের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ৪ ফেব্রুয়ারী রোববার দুপুর ১২ টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ সহ ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, জেলার সব ক’টি ইউনিয়নের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো ব্যাপক উন্নয়ন ঘটাতে এবং যে কোন ধরনের অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ ও জনপ্রতিনিধিদের এক সাথে কাজ করতে হবে।