শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে নাশকতা এড়াতে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৩ টি ককটেল।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৮ বিএনপি, ৩ জামায়াত, শৈলকুপা থেকে ৬ বিএনপি, হরিণাকুন্ডু খেকে ৯ বিএনপি ১ জামায়াত এবং কালীগঞ্জ থেকে ২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতরা করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪০ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।