বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী
রোববার বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, বাকাহীদ হোসেন, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বজলুর রশিদ
সদর সাব-রেজিষ্টার মৃত্যুঞ্জয় শিকারী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার (আইসিটি) সুপ্রভাত চাকমা। আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে এ মেলা। পরে মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।