মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

ঝিনাইদহে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহ শহরের ডিঙ্গেমারা ব্রীজের কাছে ২৮ জানুয়ারি রোববার দুপুরে ট্রাক চাপায় আব্দুল আজিজ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি লক্ষিকোল গ্রামের খলিলুর রহমানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি ইমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ভাই আব্দুল কুদ্দুস জানান, বেলা ১২টার দিকে আব্দুল আজিজ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ডিঙ্গেমারা ব্রীজের কাছে রাস্তার পাশ দিয়ে হাটছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে তিনি মৃত্যু বরণ করেন। রাস্তার ধারে এলোমেলো ভাবে বাস দাঁড় করে রাখার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com