বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
‘উন্নয়নের মুলধারায়’ এ গানকে সামনে রেখে পাঠক প্রিয় দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার পাঠক সংগঠন আলোকিত বন্ধু ফোরাম’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৮ জানুয়ারি রোববার দুপুরে আলোকিত বন্ধু ফোরাম জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র ও ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রি’র সভাপতি আলহাজ সাইদুল করিম মিন্টু। আলোকিত বন্ধু ফোরাম ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক নাসিম উদ্দিন এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল সাহা, এম সাইফুল মাবুদ, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এসময় বক্তারা বলেন, পাঠক, লেখক ও শুভানুদ্ধ্যায়িদের সংগঠন আলোকিত বন্ধু ফোরাম দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবতার কল্যাণে অপরিসীম ভূমিকা রেখে চলছে। আগামীতে সকলের সহযোগীতা পেলে সংগঠনটি আরও ভালো ভাবে কাজ করতে পারবে।