সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ পূর্বাহ্ন

ঝিনাইদহের ঘোড়শাল ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার বিকেলে ইউনিয়নের মুনুড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কৃষ্ণ বিশ্বাস, সদর থানার এস আই রবি শংকর নাগ, ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিত্য গোপাল শিকদার, ইউপি সদস্য হরষিত বিশ্বাস, সাধন বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি ওসি এমদাদুল হক শেখ তার বক্তব্যে বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে এ এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর ভাবে কাজ করে আসছে। আইন শৃঙ্খলা যে বা যিনি খারাপ করার চেষ্টা করবে তাকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যতই শক্তিশালী হউক না কেন তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
উলে¬খ্য, এলাকায় ক’দিন আগে জাহিদ বাহিনীর সদস্যরা স্থানীয় যুবলীগ নেতা বিবেক বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করে। এছাড়াও এলাকার অনেককেই জাহিদ বাহিনীর ক্যাডাররা অত্যাচার-নির্যাতন করে আসছিল। সম্প্রতি ওই ঘটনার পর সদর থানা পুলিশ তাদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution