শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: তিন বারের প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলের প্রধান, বয়স ও সামাজিক মর্যাদা সবকিছু বিবেচনা করে বিএনপি চেয়ারপারসনকে জেলখানায় সকল সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ বৃহস্পতিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড ও তার ছেলে তারেক রহমানসহ ৫ জনকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।
৫ বছরের সাজা অনুযায়ী খালেদা জিয়াকে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দীন রোড সংলগ্ন কেন্দ্রীয় কারাগারে ভিআইপি মহিলা সেলে রাখা হবে।