সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: জুলাই গণঅভ্যুত্থানে লক্ষ্মীপুরে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১৮ জুন (বুধবার) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেপি দেওয়ান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুন নেছা, সহকারী কমিশনার আরিফুর রহমান,ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, সাহেদুর রহমান রাফি, সারোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১৭ শহীদ পরিবারের মাঝে প্রত্যেককে ২ লাখ টাকা করে মোট ৩৪ লাখ টাকা চেক তুলে দেন।