সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক অনুদান

মো: রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর প্রতিনিধি:: ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা সমন্বয়ক এমরান হোসেন, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, যুগ্ন আরিয়ান রায়হান প্রমুখ। একজন শহীদ পরিবারসহ ৭৭ জন আহতদের মাঝে ৩ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com