সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ ॥
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রার্থী ঘোষনা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার নজরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি বিকেলে জামায়াতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দলীয় সিদ্ধান্তে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষনা করেন।
এ ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ ও দোহার উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্র্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাধারণ ভোটার ও দলীীয় কর্মীদের মনোযোগ বাড়াতে চেষ্টা করছেন। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় নবাবগঞ্জ থানা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) সংসদীয় আসনের ঘোষিত প্রার্থী নজরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রী সেক্রেটারি জেনারেল। তার গ্রামের বাড়ি নবাবগঞ্জের কলাকোপায়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর মেয়ের জামাই।