শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়।
রোববার (১২ জানুয়ারী) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তিনি এ কথা জানান।
ইসি সানাউল্লাহ বলেন, ‘জাতীয় সংসদের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং একই সঙ্গে সব স্থানীয় সরকার নির্বাচন করা কোনভাবেই সম্ভব নয়। আমাদের মূল ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন।’
জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনেই থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের মনে হয়েছে- জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আমরা এ বিষয়ে পত্রালাপের সিদ্ধান্ত নিয়েছি।’