রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইন মন্তব্য করেছেন, গত দেড় যুগে একদলীয় অপশাসনে জনগণ অতিষ্ঠ হয়েছিলো। তাই ছাত্র-জনতার আহবানে জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে দেশে এক কলঙ্কজনক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সেই একই কারণে জনগণ নতুন কোনো স্বৈরশাসক দেখতে চায় না।
আজ শনিবার (৫ জুলাই) দুপুরে জয়পাড়া কলেজ মিলনায়তনে ঢাকার দোহার পৌরসভা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এবিএম কামাল হোসাইন বলেন, বাংলার মানুষ আবার একটি নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। আগামীর নির্বাচনে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে একটি স্বপ্নীল বাংলাদেশ দেখতে চায়। তাই আর কোনো স্বৈরতন্ত্র মনোভাব নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। মানুষের ভয় ভেঙ্গে গেছে। তাঁরা এখন প্রতিবাদ করতে জানে। অধিকার ছিনিয়ে নিতে জানে। কোনো কতৃত্ববাদী সরকারকে আর মানুষ মেনে নিবে না।
জনগণ নতুন কোনো স্বৈরশাসক দেখতে চায় না—জামায়াত ইসলামী
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দোহার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দলিলুর রহমান, সেক্রেটারি নুরে আলম ঝিলু, উপজেলার সাবেক আমীর অধ্যাপক শফিকুর রহমান, পৌর আমীর সাখাওয়াত হোসেন, সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ, কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আবদুল ওয়াহাব দোহারী, রাইপাড়া ইউনিয়নের আমীর আল আমিন, সুতারপাড়া ইউনিয়নের আমীর কামাল হোসেন ও ছাত্র শিবিরের উপজেলা সেক্রেটারি ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সহ সভাপতি দেওয়ান ডা. শহিদুজ্জামান প্রমুখ।