শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা পূর্ব পরিকল্পিত ছিল। তারা জঙ্গি স্টাইলে পুলিশের ওপর হামলা করেছে।’
অাজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাইকার সঙ্গে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজনভ্যানে হামলা করে আসামি ছিনিয়ে নেওয়া, পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা এসব কিছুর মাস্টারমাইন্ড বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। এই পরিস্থিতি সামাল দেয়ার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে এই ধরনের হামলা আরও বেড়ে যেতে পারে। এজন্য দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তিনি বলেন, এটা কোনো অনুপ্রবেশকারীদের হামলা নয়, এটা তাদের নির্দেশনা অনুসারেই হয়েছে, যার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা ছাত্রদলের দুই কর্মীকে ছিনিয়ে নেয়াসহ পুলিশের ওপর হামলা চালায়। এরপর হামলার ঘটনায় ওইদিন রাতেই শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করে পুলিশ। যার প্রেক্ষিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তবে হামলা যারা করেছেন তাদের কেউকে চেনেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।