শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে প্রামাণ্য চলচ্চিত্র ‘গণ আদালত’। সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যটি জানালেন নির্মাতা কাউসার চৌধুরী।
তিনি বলেন, ‘কোন রকমের ছুরি-কাঁচি না চালিয়েই সেন্সর সার্টিফিকেট প্রদান করলেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। উনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।’ কাউসার চৌধুরী আরো জানান, এর আগে ‘গণ আদালত’-এর কপিরাইট সার্টিফিকেটও লাভ করেছেন।
১৯৯২ সালে ২৬ মার্চ গোলাম আজমের প্রতিকী বিচার হিসেবে জাহানারা ইমামের নেতৃত্বে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল। তার ধারণকৃত কিছু ফুটেজ নিয়ে এ প্রামাণ্যচিত্রের যাত্রা শুরু। পাশাপাশি উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী নানা পদক্ষেপও।
কাউসার চৌধুরী জানান, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তরের যুদ্ধাপরাধীদের যে বিচারকাজ শুরু করেছিলেন সেটা ২০১৬ সালে এসে পূর্ণতা লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বিরানব্বইয়ের ‘গণ আদালত’ প্রকৃতপক্ষে বাহাত্তরে শুরু হওয়া যুদ্ধাপরাধীদের বিচারকাজের ধারাবাহিকতায় একটি সময়োপযোগী সাহসী প্রতিবাদ। বিস্তৃত এই পটভূমিতেই নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণ আদালত’।
কাউসার চৌধুরী নির্মিত অন্যান্য প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে ‘সেই রাতের কথা বলতে এসেছি’।