সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে: মির্জা ফখরুল

ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ছাত্র রাজনীতিতে ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে। ছাত্র রাজনীতির ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণ নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে। শুধু মহল্লাভিত্তিক সংগঠন গড়ে তুললে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সংগঠন যদি গড়ে না তোলা হয় তাহলে কিন্তু হবে না। ওই শিক্ষাপ্রতিষ্ঠানে তোমাকে নেতৃত্ব দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান সংসদ নির্বাচনে তোমাকে জয় লাভ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সাহিত্য প্রতিযোগিতায় তুমি এগিয়ে যাবা, এ বিষয়গুলো না হলে তোমার যে বিকাশ, সেই বিকাশটা হবে না।

বক্তব্যে নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনা করেন। অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। এটা বিপজ্জনক। নতুন দলকে অবশ্যই বিএনপি স্বাগত জানাবে। তবে সরকারে থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছে, তা কেউ মানবে না।

ছাত্রদলের নেতাকর্মীদের মির্জা ফখরুল বলেন, তোমরাই হচ্ছো ভবিষ্যৎ। তোমরা এ দেশের সব কিছু তৈরি করবে। চাকরিতে বলো, রাজনীতিতে বলো, অর্থনীতিতে বলো, ব্যবসা-বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে বলো, তোমাদেরকেই বিষয়গুলো সামনে এগিয়ে নিতে হবে। ছাত্রদলের সাফল্য কামনা করছি। এই প্রত্যাশা করছি, ছাত্রদল বিএনপিকে নেতৃত্ব দেবে। তিনি বলেন, আসুন আমরা সেই বৃদ্ধ তরুণ কিশোর সবাই মিলে বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ বক্তব্য দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com