সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

চুক্তি বাস্তবায়নের দায়বদ্ধতার আঙ্গুল শুধু সরকারের দিকে দেখালে চলবে না

চুক্তি বাস্তবায়নের দায়বদ্ধতার আঙ্গুল শুধু সরকারের দিকে দেখালে চলবে না

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: পাহাড়ে বসবাসকারী জনমানুষের মতপার্থক্যের মধ্যে পার্বত্য শান্তি চুক্তির ২৭ বছর পেরিয়ে গেলো। চুক্তি পরবর্তী দেশের রাজনৈতিক পরিক্রমায় যারাই সরকার গঠন করেছেন সকলেই শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে ভূমিকা রেখেছেন।

সোমবার (২ ডিসেম্বর) বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে সেনা রিজিয়নের সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান বলেন, চুক্তি বাস্তবায়নের দায়বদ্ধতার আঙ্গুল শুধু সরকারের দিকে দেখালে চলবে না চুক্তি বাস্তবায়নে অপর পক্ষেরও দায়বদ্ধতা আছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল সরকার পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং চুক্তি বাস্তবায়নে আন্তরিক ছিলো। সেনাবাহিনী পার্বত্য বান্দরবানে আইনশৃঙ্খলা সহযোগী সহ আমরা চাই স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকুক।

তিনি বলেন, চুক্তিতে যা বলা ছিলো তা মেনে চল্লে এখনো কেনো পাহাড়ে অস্থিরতা। চুক্তি বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে হবে।আমাদের অগ্রযাত্রা ব্যাহত হয়, সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজিএফআইয়ের কর্নেল জিএস, আসাদুল্লাহ জামশেদ, জেলা পরিষদের মূখ্য নির্বাহী, মোঃ মাসুম বিল্লাহ, জেলা পুলিশ সুপার, মোঃ শহিদুল্লাহ কাউছার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম মঞ্জুরুল হক।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সহ পাহাড়ি বাঙ্গালী সহ নানা শ্রেনী পেশার জনসাধারণ।

এদিকে দিবসটি উপলক্ষে সংস্কারপন্থি পিসিজেএসএস (এমএন লারমা গ্রুপ) জেলার রাজার মাঠে জনসমাবেশ ও আলোচনা সভা করেন।এসময় প্রধান অতিথি পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(এমএন লারমা) সদস্য শ্রী কে এস মং মারমা বলেন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে একদিকে যেমন শান্তি চুক্তি বাস্তবায়নের কথা বলেছে অন্য দিকে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে তাদের মানুষ দিয়ে চুক্তি বিরোধী মামলা করেছে। চুক্তি বাস্তবানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে জেলা সদর হাসপাতালে জেলাপরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনীর উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং, রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

এছাড়া সেনা রিজিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের বই বিতরণ, আর্থিক সহায়তা, আত্মকর্মসংস্থানের জন্য নারীদের সেলাই মেশিন বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com