সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ট্রাক্টর চাপায় হাসপাতালের বাবুর্চী নিহত

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ভটভটি ট্রাক্টর চাপায় সাজ্জাদ জাহিদ (২৪) নামে হাসপাতালের বাবুর্চীর নিহত হয়েছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাজ্জাদ জাহিদ চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চী ও বিরল উপজেলার ধামাহাট গ্রামের এমাজউদ্দিনের পুত্র। ১৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৩টায় বাইসাইকেল যোগে চিরিরবন্দর থেকে বাড়ি যাওয়ার পথে উপজেলার বেকিপুল বাজার সংলগ্ন এলাকায় পিছন থেকে ইট বোঝাই একটি ভটভটি ট্রাক্টর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সাজ্জাদের মর্মান্তিক মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সুমন জানান, ট্রাক্টরটি অতি দ্রুত গতিতে থাকার কারনে বিপরীতমুখী মিনিবাসকে সাইড দিতে গিয়ে এ দুঘর্টনা ঘটে। ট্রাক্টরটি উপজেলার ইটভাটা মালিক সৈয়দ খালেদ হোসেনের বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2020  E-Kantha24
Technical Helped by Titans It Solution