বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে প্রীতিরানী (১২) নামে অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ২৬ জানুয়ারী শুক্রবার সন্ধায় উপজেলার পুনট্রি ইউনিয়নের হরানন্দপুর (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। প্রীতিরানী আমবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী । প্রীতিরানীর বাবা দুলাল চন্দ্র রায় জানান, তার মা গরু আনতে বাড়ির বাইরে গেলে ফিরে এসে দেখে ঘরে প্রীতির ঝুলন্ত লাশ। পরে চিরিরবন্দর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে স্বজনদের হাতে হস্তান্তর করে। পরিবারের লোকজন জানায়, দীর্ঘদিন ধরে প্রীতি দুরারোগ্য ব্যধিতে ভুগছিল। মনের ক্ষোভে হয়তো গলায় রশি দিয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় ইউডি মামলা হয়েছে।