মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: মুক্তির আগে বিপুল বিতর্ক। দীর্ঘ আইনি জট কাটিয়ে শেষ পর্যন্ত গত ২৫ জানুয়ারি চার রাজ্য বাদে দেশজুড়ে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। সোমবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।
আর এই ক’দিনেই রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-শহিদ কাপুরের এই ছবি যে দর্শকের মন জয় করে ফেলেছে, তার প্রমাণ ছবির বক্স অফিস সাফল্য। মাত্র চার দিনেই প্রায় ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’। বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ রোববার টুইট করে জানিয়েছেন, ‘আজই সেঞ্চুরি ক্লাবে ঢুকে পড়বে ‘পদ্মাবত’।’
বিশেষজ্ঞদের মতে, ২৪ জানুয়ারির ‘পেড প্রিভিউ শো’-এর এক দিন পর, ভারতের প্রজাতন্ত্র দিবসের ছুটি ছিল। এর পরই শনি ও রোববার। ফলে একটা লম্বা উইকএন্ড পেয়েছে ‘পদ্মাবত’। পাশাপাশি, শুটিং পর্ব থেকে বিতর্ক শুরু হওয়ায় এমনিতেই দর্শকদের মধ্যে আগ্রহ ছিল ছবিটিকে ঘিরে। তাই ‘পদ্মাবত’-এর ভাল ব্যবসা করার এটাও একটা বড় কারণ বলে মনে করা হচ্ছে। শুধু ভারতেই নয়, বিদেশে, বিশেষ করে আমেরিকায় নজরকাড়া ব্যবসা করছে এই ছবি।
তরণ আদর্শের টুইট এবং বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে এই ছবি চার দিনে ব্যবসা করে ফেলেছে প্রায় ৮৩ কোটি টাকা।
চার দিনে ৮৩ কোটি
২৪ জানুয়ারি (বুধবার)- ৫ কোটি টাকা (পেড প্রিভিউ)
২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) – ১৯ কোটি টাকা
২৬ জানুয়ারি (শুক্রবার) – ৩২ কোটি টাকা
২৭ জানুয়ারি (শনিবার) – ২৭ কোটি টাকা
তাই অনায়াসেই বলা যায়, রোববারের ছুটির দিনের ব্যবসার পর ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘পদ্মাবত’।
‘পদ্মাবত’র আগে পরিচালক সঞ্জয় লীলা বানশালীর আগের দু’টি ছবির নিরিখেও চার দিনে রেকর্ড ব্যবসা করে ফেলেছে এই ছবি। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের ‘গোলিও কী রাসলীলা রামলীলা। দেশে চতুর্থ দিনে ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৬১ কোটি টাকা।
অন্যদিকে, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিরাও মস্তানি’ ছবিটির চতুর্থ দিনের শেষে কালেকশন ছিল প্রায় ৭৫ কোটি টাকা।