রবিবার, ২০ Jul ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

চাঁদা দাবির অভিযোগে বিমানবন্দর থেকে বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি॥
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়াদ মোহাম্মদ চৌধুরী আটকের ভয়ে থাইল্যান্ডে পালিয়ে যাচ্ছিলেন। চাঁদা বাজির মামলায় বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে নারায়ণগঞ্জে আনার জন্য জেলা পুলিশের একটি দল ঢাকায় পাঠানো হয়েছে এবং সেখানে আনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের আদেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এর আগে, ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে গার্মেন্টস পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে রিয়াদের বিরুদ্ধে। সম্প্রতি তার হুমকি সম্বলিত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com