শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: কোনও প্রতিরোধই গড়তে পারলো না বাংলাদেশ। আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে স্বাগতিকরা। যাতে মিরপুর টেস্টে অসহায় আত্মসমর্পণই করলো তারা শ্রীলঙ্কার বিপক্ষে। ৩৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে হারটা ২১৫ রানের। বাংলাদেশকে গুঁড়িয়ে টেস্ট সিরিজ নিজের করে নিল শ্রীলঙ্কার।
বাংলাদেশের লক্ষ্য যখন ৩৩৯ রানের, আর বাকি আছে প্রায় ৩ দিনের খেলা, তখন জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগও ছিল না। সে কারণেই সম্ভবত টেস্ট নয়, ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার খেসারত হিসেবে মাত্র ১২৩ রানেই শেষ দ্বিতীয় ইনিংস!