বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন
ঘোড়াঘাট প্রতিনিধিঃ
মাদককে না বলি-মাদক মুক্ত সমাজ গড়ি,আর নয় হানা হানি আর নয়,সন্ত্রাসি-আর করবো না জঙ্গীবাদের সহায়তা,জঙ্গীকে নির্মুল করি,সুন্দর সমাজ গড়ে তুলি। এই শ্লোগানকে সামনে রেখে,দিনাজপুরের ঘোড়াঘাট থানা কার্যালয়ে ৩০ জানুয়ারী মঙ্গলবার বেলা ১২টায় কমিউনিটি পুলিশিং এর উদ্দোগে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিষয়ক ওপেন হাউজ-ডে সভা অনুষ্টিত হয়েছে।এতে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আমিরুল ইসলামের সভাপতিত্বে-প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি পৌর মেয়র আঃ ছাত্তার মিলন ও যুবলীগের সাধারন সম্পাদক এস এম রবিউল ইসলাম।অন্যান্যদের মধ্যে ২নং পালশা ইউপির চেয়ারম্যান কবিরুল ইসলাম,৩নং ইউপির চেয়ারম্যান আঃ মান্নান এবং যুবলীগ নেতা বদেরুল আলম।