মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

গয়েশ্বর চন্দ্রকে আজ আদালতে তোলা হবে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেয়ার নির্দেশ দেওয়ার অভিযোগে গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আজ বুধবার (৩১ জানুয়ারি) আদালতে তোলা হবে।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রাত সাড়ে ৮টার দিকে বের হলে পথিমধ্যে রাত ১০টার দিকে গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর গয়েশ্বরকে গ্রেফতারের কারণ হিসেবে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাংচুর করে আসামি ছিনিয়ে নেয়ার নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com