সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

গিনিতে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে নিহত প্রায় ১০০

গিনিতে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে নিহত প্রায় ১০০

আন্তর্জাতিক ডেস্ক:: পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ১০০ জন নিহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরকোরে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েক ডজন লোক নিহত হয়েছে। খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং এরপরই সংঘর্ষের ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, ‘হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে মৃতদেহ রয়েছে। অন্যরা হল ওয়েতে মেঝেতে পড়ে আছে। মর্গ পুরোপুরি পূর্ণ।’

তিনি বলেন, স্থানীয় হাসপাতাল ও মর্গ মৃতদেহে ভরে গেছে। এখানে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। অন্য একজন ডাক্তার বলেছেন, ‘বহু সংখ্যক লোকের মৃত্যু হয়েছে।’ সামাজিক মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে ম্যাচ চলাকালীন সময়ে বাইরে রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য এবং মাটিতে অসংখ্য লাশ পড়ে থাকতে দেখা গেছে। তবে এএফপি তাৎক্ষণিকভাবে এসব ভিডিও যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা এন’জেরকোর থানায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।

নিরাপত্তার কারণে নাম গোপন রাখার অনুরোধ করে একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেছেন, ‘রেফারির আপত্তিকর একটি সিদ্ধান্তের মাধ্যমে উত্তেজনা শুরু হয়েছিল। তারপরে সমর্থকরা ফুটবল মাঠে ঢুকে পড়ে ও আক্রমণ চালায়।’

স্থানীয় মিডিয়া জানিয়েছে, ম্যাচটি গিনির জান্তা নেতা মামাদি দোমবুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল। মামাদি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেছিলেন এবং পরবর্তীতে গিনির প্রেসিডেন্ট হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com