শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৯ অপরাহ্ন
বগুড়া প্রতিনিধিঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান’সহ ৫জনের বিরুদ্ধে ঘোষিত রায়ে সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এবং রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডলের নিঃশর্ত মুক্তির দাবীতে ১০ ফেব্রুযারী শনিবার সন্ধ্যায় স্থানীয় হাট সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা রামেশ্বরপুর হাট চত্তরে বিএনপি নেতা আব্দুস কুদ্দুসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা মতিয়ার, আব্দুল ওহেদ, আব্দুল হাই, গাবতলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সেগেন্দার আলী, যুবদল নেতা রাজ্জাক, রুবেল, মিষ্টার, সুমন, ছাত্রদল নেতা শাহীন, রকি ও মামুন প্রমূখ।