মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

গাবতলীতে সাবেক ইউপি চেয়ারম্যান ওহাবসহ গ্রেফতার-৩

বগুড়া জেলা প্রতিনিধিঃঃ
বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল (৪৫) সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ফেব্রুয়ারী শুক্রবার গভীররাতে উপজেলার তেজোপাড়া গ্রামে অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল ওহাব মন্ডল ওই গ্রামের মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে। অন্যান্য গ্রেফতারকৃতরা হলো পৌরসভাধীন গোড়দহ উত্তরপাড়া গ্রামের ছবির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (৩৬) এবং একই গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মিলন (৩০)। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই সুজা উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের সন্ত্রাস বিরোধী দমন আইনের মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com