বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:: স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় যারা জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ হামলায় জড়িতদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। যারা ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, মোজাম্মেল হকের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com