শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গাজীপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও আটজন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস সড়কের এ দুর্ঘটনা ঘটে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুইজনের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।